বাংলাবন্ধু যাত্রী কল্যাণ সংস্থা
ভুমিকা: মানুষ পরোপকারী সামাজিক জীব। মানুষ মানুষের জন্য। যার ফলশ্রুতিতে মানুষ একে অপরের সুখ-দুঃখে পরস্পরের সাথী। যার জন্য মানুষ একতাবদ্ধ হয়ে গঠন করে সমাজ তথা দেশ ও জাতি। মানুষের স্বভাব সুলভ চারিত্রিক বৈশিষ্ট প্রয়োজনীয় সুযোগ ও পরিচর্যার অভাবে প্রায় সুপ্ত থাকে। তাই ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন প্রতিভাগুলোকে বৃহত্তর সমাজ জীবনে প্রতিফলিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই কেবল মানবিক মূল্যবোধ, প্রীতিস্নিগ্ধ গুনাবলী, অসীম সৃজনী প্রতিভা বিকশিত হইয়া থাকে। এই চিন্তা চেতনার বহিঃপ্রকাশ হইল সমিতি, সংস্থা বা সংগঠন। তাই কিছু সংখ্যক উদ্যাগী সমাজকর্মী একতাবদ্ধ হয়ে সমাজের অনগ্রসর বিপুল জনগোষ্ঠীর শিশু, যুবক, নারী, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী, নিঃস্ব, বৃদ্ধ ও দুর্বল, এতিম, ভবঘুরে, অশিক্ষিত, অদক্ষ ও বেকার জনগোষ্ঠীর উন্নয়ন এছাড়াও দূর্ঘটনায় আহতদের চিকিৎসা ও নিহতদের দাফন্ন সম্পন্ন করা সহ সীমাহীন সমস্যাগ্রস্থ মানুষের কল্যাণের লক্ষ্যে “বাংলাবন্ধু যাত্রী কল্যাণ সংস্থা “গঠন করা হয় ।
বাংলাবন্ধু যাত্রী কল্যাণ সংস্থা
সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য :
ধারা নং
০১ | ইহা একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী মানব কল্যাণ ও সমাজকল্যাণ মূলক প্রতিষ্ঠান হিসাবে কাজ করিবে।
০২ | মানুষ সৃষ্ঠির সর্বশ্রেষ্ঠ সামাজিক জীব, জীবনযাত্রায় জীবন ও জীবিকার জন্য এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে দেশে বিদেশে যেতে হয় বিভিন্ন পথে ও ভিন্ন ভিন্ন বাহন এর মাধ্যমে। যেমন:- ক। সড়কপথে খ। রেলপথে গ। জলপথে ঘ। আকাশপথে যাত্রীদের হয়রানি বন্ধে যাত্রার বিড়ম্বনা ও যাত্রীদের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা যানজট প্রতিরোধে সার্বিক পরিস্থিতিতে ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাবন্ধু যাত্রী কল্যাণ সংস্থা কাজ করিবে।
০৩| যাত্রাপথের যাত্রীগণ যাতে ফুটপাত দিয়ে চলাফেরা , ওভারব্রিজ জেব্রাক্রসিং ব্যবহার করা, রাস্তায় মাঝখানে চলাফেরা না করা , রাস্তায় ও নালায় ময়লা-আবর্জনা না ফেলা, রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখা, রাস্তায় ও ফুটপাত দোকান হকারের কাছ থেকে দখলমুক্ত রাখার জন্য গণসচেতনতা সৃষ্টি ও জনপ্রতিনিধি / ধর্মীয়নেতা, ছাত্র-ছাত্রী, শিক্ষক, সর্বস্তরের জনগনকে সাথে নিয়ে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে প্রচলিত আইন প্রয়োগ করে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের সুশৃঙ্খলা আনার ব্যবস্থা গ্রহণ করা ।
০৪ | দূর্ঘটনায় জীবন ও সম্পদ ধ্বংস কমাতে ভাঙ্গা রাস্তাঘাট মেরামত রাস্তা পারাপারে জেব্রাক্রসিং রোড মার্কিং অরক্ষিত রেলক্রসিং, ভাঙ্গাব্রীজ সংস্কারের লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে মতবিনিময় ও আইন প্রয়োগ করে সুন্দর্য্য বৃদ্ধির যথাযথ ব্যবস্থা গ্রহণ করা ।
০৫| রাস্তাঘাট ব্রিজ সংস্কারে ও নির্মাণে অনিয়ম দুর্নীতি রোধের সংশ্লিষ্ট দুর্নীতি বিরোধী জনসচেনতা বৃদ্ধি ও সংশ্লিষ্ট দুর্নীতি দমন কমিশনের সমন্বয়ে দুর্নীতি প্রতিরোধের ব্যবস্থা করা ও অনুসন্ধান তথ্য সংগ্রহ উপস্থাপন করে সংস্থাকে সাহায্য করা।
০৬| যাত্রাপথে যাত্রীদের সময় বিড়ম্বনা থেকে সঠিক সময়ে গন্তব্যে পৌছানো। দুর্ঘটনা থেকে যাত্রীদের জীবন ও সম্পদ রক্ষার্থে মানসম্মত আসন সংখ্যা সঠিক নিয়মে যাত্রী বোঝাই । সরকারের নির্ধারিত সংশ্লিষ্ট সংস্থার নিয়ম অনুসারে সড়কপথে (বিআরটিএ| অফিসের লিখিত কাগজ অনুযায়ী যাত্রী বহনে ব্যর্থতাই গণসচেতনতা সৃষ্টি ও সংশ্লিষ্ট প্রয়োগকারী সংস্থার মাধ্যমে প্রচলিত আইনে নিয়ন্ত্রণে আনা। সরকারি রাজস্ব আদায়ে সহযোগীতা করা ।
০৭| যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় প্রতিরোধ সঠিক গন্তব্যে না নেওয়া যাত্রীদের সাথে খারাপ আচরণ করা ওভার স্পীড, ওভারটেকিং করে দুর্ঘটনা যাতে না ঘটায় তার জন্য চালকদেরকে ড্রাইভিং ও ড্রাইভার প্রশিক্ষণ প্রদান ও গণসচেতনতা বৃদ্ধি করা। সঠিক নিয়মে যাত্রীদের ও পরিবহন শ্রমিকদের আইন মেনে চলতে বাধ্য করাতে প্রচলিত আইন প্রয়োগে সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে মোবাইল কোর্ট এর ব্যবস্থা করা। যাত্রী ও জনগণের চলাচলের ফুটপাত ও রাস্তা প্রতিবন্ধকতা দখলমুক্ত ও ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে সংস্থার পক্ষ থেকে স্ব-প্রণোদিত হয়ে মামলা মোকাদ্দমা করা।
০৮| যাত্রাপথে দুর্ঘটনায় কবলিত যাত্রী ও শ্রমিকদের সুচিকিৎসা, মৃত ব্যক্তিদের দাফন ও তাদের ঠিকানায় পৌছানোর জন্য গাড়ী/এ্যাম্বুলেন্স ব্যবস্থা করা ।
দুর্ঘটনায় কবলিতদের তাৎক্ষণিক সেবার জন্য ভ্রাম্যমান হসপিটাল স্থাপন করা। সারাদেশব্যাপী দুর্ঘটনা কবলিতদের সহযোগিতা ও প্রতিবন্ধীদের পূনর্বাসন আয় রোজগারের ব্যবস্থা ও সুযোগ সৃষ্টি করা। যাত্রীদের সুবিধার্থে যাত্রা পথের বিভিন্ন স্টেশনে তথ্য সংগ্রহ ও সেবা কেন্দ্র্র স্থাপন করা।
০৯| সমাজের বেকার সমস্যা সমাধানে ও তহবিল সংগ্রহের লক্ষ্যে জনস্বার্থে যাত্রীদের নিরাপত্তা দুর্ভোগ কমাতে ন্যায্য ভাড়ায় বিভিন্ন ধরণের বিভিন্ন রাস্তায় জরুরী যাত্রী পরিবহনের সার্ভিস চালু করা এবং সামাজিক ব্যাবসায় সম্পৃক্ত করা ।
১০| বিভিন্ন স্টেশনের যাত্রীদের পায়খানা-প্র¯্রাবখানা , বিশ্রামখানা, এবাদতখানা, যাত্রী ছাউনী হালকা নাস্তা পানির ব্যবস্থা। দুর পাল্লার যাত্রীদের জন্য আবাসিক হোটেল স্থাপন করা । প্রতিবন্ধী যাত্রীদের সুরক্ষায় সহযোগীতা টিকেট সংগ্রহ করে দেওয়া । অসহায়দের যাত্রার ব্যবস্থা করে দেওয়া। এই সংস্থা রেলপথে , জলপথে , স্থলপথে ও আকাশ পথের সকল যাত্রীর সার্বিক মানসম্মত সকল সুযোগ-সুবিধা আদায় এ সার্বিক সহযোগীতা প্রদানে সচেষ্ট থাকিবে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে তা প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করা ।
১১| যুগোপযোগী বিভিন্ন নামে প্রকল্প সৃষ্টি করে সমাজ উন্নয়নে কাজ করা যেমন শ্রমিক কল্যাণ শ্রমিক অধিকার বাস্তবায়ন প্রকল্প ভোক্তা অধিকার আদায়ে ভোক্তা অধিকার বাস্তবায়ন, দূর্ঘটনায় জীবন ও সম্পদ ধ্বংস কমাতে মোটর সাইকেল চালক উন্নয়ন সংস্থা, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে শ্রমিকদের বেতন-ভাতা আদায় সার্বিক সহযোগীতা করা।
১২| ভোক্তা অধিকার বাস্তবায়ন যেমন- দ্রব্যমূল্য বৃদ্ধি, ওজনে কম দেওয়া প্রয়োজনে সামর্থ্য অনুসারে বিক্রি করতে বাধ্য করা । মালামাল মজুদ, ভেজাল নিয়ন্ত্রণে অনুসন্ধান ও মনিটরিং করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রতিবেদন প্রদান । জাতীয় ভোক্তা অধিকারের সমন্বয়ে মোবাইল কোর্ট গঠন করে আইনী ব্যবস্থা গ্রহণ । ভাড়াটিয়া কল্যাণ, ছিন্নমূল অসহায় ভূমিহীন কর্মক্ষম প্রতিবন্ধীদের কল্যাণে মানবাধিকার বাস্তবায়ন ও ভুক্তভোগী জনগোষ্ঠির পক্ষে প্রচলিত আইনে স্বপ্রণোদিত হয়ে মামলা মোকাদ্দমায় পরিচালনা ও সহযোগিতা করা ।
১৩| অসহায় এতিম পথশিশু আশ্রম/শেল্টারহোম ও বৃদ্ধা আশ্রম স্থাপন করা। সরকারি-বেসরকারি বিশেষ অনুদান ও সহযোগীতায় স্কুল ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র্র স্থাপন করা। প্রতিবন্ধীদের বিনোদন কেন্দ্র্র স্থাপন করা।
১৪| এই সংস্থা বাংলার গণ মানুষের বন্ধু দেশ ও জনগণের উন্নয়নের সরকারের উন্নয়ন সহযোগী সংস্থা হিসেবে সারা দেশে বিভাগ জেলা-থানা ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন উন্নয়নমূখী কর্মসূচী বাস্তবায়নে কমিটি গঠন করতে পারবেন। সরকারের রাজস্ব আদায়ে অদক্ষ জনগণের সহযোগিতায় অনলাইনে ফরম পূরণ যেমন: পাস-পোটর্, নবায়ন,জন্ম নিবন্ধ ইত্যাদি বিভিন্ন জটিল সমস্যায় সহযোগীতা প্রদান করবেন ।
১৫| গণসচেতনতা প্রণয়ণে ডিজিটাল সাইন পদ্ধতিতে প্রচার-প্রচারণা,লিফলেট, বিভিন্ন প্রকাশনা, নাটক, সচিত্র প্রতিবেদন, ইউটিউব, চলচ্চিত্র, ভিডিও ডকুমেন্টরী, স্থিরচিত্র, ফেইজবুক পেইজ ও ওয়েবসাইটে প্রকাশনা ইত্যাদি এর মাধ্যমে প্রচার প্রচারনা করা।
১৬| যেখানে সেখানে যাত্রী উঠানো নামানো, চলন্ত গাড়ী থেকে যাত্রী নামানো,সড়কে দূর্ঘটনা ও যানজট কমাতে ডিজিটাল সিগন্যাল স্থাপনে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায়/সমন্বয়ে বিশৃঙ্খলা গাড়িগুলোকে শৃঙ্খলায় আনতে স্টপ/ষ্টেশনে মনিটরিং ও নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবী ভলান্টিয়ার সংস্থার পক্ষ থেকে কাজ করবেন।
১৭| জীবনযাত্রায় যাত্রীদের সুরক্ষায় যাত্রা পথে অনেক অসুবিধা থাকে অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে বাংলাবন্ধু যাত্রী কল্যাণ সংস্থা যাত্রীদের সার্বিক অধিকার আদায়ে সংশ্লিষ্ট সংস্থা সমূহের সমন্বয়ে অধিকার আদায় করিবে অন্যথায় যাত্রীর সার্বিক অধিকারের জন্য আইন প্রয়োগে স্বপ্রণোদিত হয়ে মামলা মোকাদ্দমা করিবে।
১৮| মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে অবৈধ মাদক বিরোধী কর্মসূচি যেমন: গণসেচতনতা বৃদ্ধি, অবৈধ মাদক সেবন ও পাচার কারীদের বিক্রয় ও বিতরণ এর স্থান,অসামাজিক কর্মকান্ডের অনুসন্ধান তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে আইন প্রয়োগ এবং সংস্থাদের নিকট প্রতিবেদন প্রদান ও শাস্তির জন্য সামাজিক আন্দোলন সৃষ্টি করা। মাদকসেবীদের মাদক মুক্ত করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কাউন্সিলিং করা।
১৯| পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি, পাহাড় কাটা, গাছকাটা, পুকুর জলাশয় ভরাট, শব্দ দূষন, ইটভাটা, গাড়ীর কালো ধোঁয়া, পলিথিন ব্যবহার বন্ধে অনুসন্ধান করে সংশ্লিষ্ট সংস্থাকে আইন প্রয়োগে অবহিত করে প্রতিবেদন প্রদান ও সামাজিক আন্দোলন সৃষ্টি করা। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে জনসচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগ করা ।
২০| মানুষের জীবন বাঁচাতে অত্যন্ত গুরুত্বপূর্র্ণ প্রতিষ্ঠান স্বাস্থ্যখাত কিছু দুর্নীতি পরায়ন দুর্নীতিবাজ ব্যক্তির যথাযথ অবৈধ কর্মকান্ড ও অনুসন্ধান ও তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট সংস্থাকে আইন প্রয়োগে প্রতিবেদন দাখিল ও জনসচেতনতা গড়ে তোলা।
২১| অনুমোদনবিহীন ভাবে সমাজের সহজ সরল মানুষকে বিভিন্ন রকমের প্রলোপ দেখিয়ে আর্কষনীয় বিজ্ঞাপন প্রচার করে প্রতারনা করা এ ধরনের প্রতিষ্ঠান ও ব্যক্তিদের অনুসন্ধান করে তথ্য সংগ্রহ করে আইনি ব্যবস্থা নেওয়া ও জনসচেতনতা সৃষ্টি করা।
২২| প্রতিবন্ধীদের চলাফেরার ফুটপাত, রাস্তা সঠিক নিরাপদ চলার উপযোগী গড়ে তোলার জন্য ব্যবস্থা গ্রহণ ও প্রতিবন্ধীদের বিনোদন কেন্দ্র্র স্থাপন করা, বিনোদন কেন্দ্র্রগুলির ভেতর যথাযথ স্থান সংরক্ষন সংরক্ষিত এই সংস্থার পক্ষ থেকে উন্নত যুগোপযোগী সুযোগ সুবিধার ব্যবস্থা করা।
২৩| সু-শিক্ষা ও সু-শাসন অর্থাৎ নাগরিক দায়িত্ববোধ বিকাশের উদ্দেশ্যে নাগরিক সুরক্ষায় দেশের ক্রমবধর্মান উন্নয়নে প্রতিবন্ধকতা দুরিকরনে সর্বস্তরে জবাবদিহি নিশ্চিত করনের লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টি ও বৃদ্ধি। সর্বত্রে অনিয়ম রোধে অনুসন্ধান তথ্য সংগ্রহ ও উন্নয়নে সকলের সমন্বয়ে সম্পৃক্ততায় প্রচার প্রচারনা করা।
২৪| শিশু কল্যাণঃ অসহায় ও দুর্দশাগ্রস্থ’ শিশুদেরকে সুসংগঠিত করে সামাজিক ব্যবহারিক শিক্ষা এবং কারিগরী ও বৃত্তি মূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাহাদিগকে আত্মনির্ভরশীল ও উৎপাদনশীল নাগরিক হিসাবে জীবন ধারন করার জন্য সহায়তা প্রদান করা।
২৫| যুব কল্যাণঃ বেকার যুবকদের জীবনের মৌলিক চাহিদা পুরুনের লক্ষ্যে শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মক্ষম যুব শক্তিতে রূপান্তরিত করা এবং তাদেরকে সুসংগঠিত ও একতাবদ্ধ করে উন্নয়ন কর্মসূচীতে সম্পৃক্ত করা।
২৬| নারী কল্যাণঃ দুস্থ, অসহায়, দুর্দশাগ্রস্থ’, অশিক্ষিত ও অদক্ষ নারীদের সুসংগঠিত করে সামাজিক, ব্যবহারিক, বৃত্তিমূলক ও কারিগরী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনগোষ্ঠীতে রূপান্তরিত করা এবং আত্ম-কর্মসংস্থানের পরামর্শ প্রদান করা।
২৭| শ্রম কল্যাণঃ শিশু শ্রম, নারী ও শিশু নির্যাতন রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং বিভিন্ন পেশাজীবি শ্রমিকদের বেতন, ভাতা ও অন্যান্য ন্যায্য অধিকার আদায়ে সাহায্য ও সহযোগিতা করা।
২৮| শারীরিক ও মানসিক বাধাগ্রস্থদের কল্যাণঃ শারীরিক ও মানসিক বাধাগ্রস্থদের কল্যানে শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচী সহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচী বাস্তবায়ন করা।
২৯| সামাজিক শিক্ষা অর্থাৎ নাগরিক দায়িত্ববোধ বিকাশের উদ্দেশ্যে বয়স্ক শিক্ষা প্রদানের জন্য উপানুষ্ঠানিক বিদ্যালয়, বয়স্ক শিক্ষা কেন্দ্র্রে ও নৈশ বিদ্যালয় পরিচালনা করা।
৩০| মুক্তি প্রাপ্ত কয়েদীদেরকে শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ প্রদান করা এবং আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডে সম্পৃক্ত করার মাধ্যমে পুর্ণবাসন করা।
৩১| শিশু-কিশোর অপরাধী, সাধারণ ও অসহায় ব্যক্তিদের মিথ্যা ও হয়রানীমূলক মামলা হতে অব্যাহতি দান ও কল্যাণের লক্ষ্যে আইনি সহযোগিতা সহ সংশোধন ও পুনর্বাসন মূলক কার্যক্রম পরিচালনা করা প্রাকৃতিক দুর্যোগের সময় সরকারী ত্রান কাজে সহযোগিতা করা।
৩২ | পরিবেশ রক্ষার জন্য সকলের সম্পৃক্ততায় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে সকলকে উদ্বুদ্ধ করা এবং অধিক হারে বৃক্ষরোপনে জনগণকে উদ্বুদ্ধ করা। পরিবেশ বিরোধী র্কমকান্ড রোধে সংশ্লিষ্ট সংস্থা ও পরিবেশ অধিদপ্তর মন্ত্রনালয়ের সহযোগীতায় ও সমন্বয় করে কাজ করা।
৩৩| দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন ও পর্যবেক্ষণ করে সরকারকে সহযোগিতার পাশাপাশি কাউন্সিলিং এবং দুর্নীতিতে সম্পৃক্তদের অনুসন্ধান, তথ্য সংগ্রহ প্রকাশ করে আইনি শাস্তির ব্যবস্থা করা।
৩৪| প্রতিবন্ধি, ভিখারী ও পাহাড়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করা এবং সুস্ত মানুষ ভিক্ষা পেশায় জড়িতদের ভিক্ষা পেশা থেকে আয় রোজগারের কাজে ফিরিয়ে আনতে জনসচেতনতা বৃদ্ধি করা।
৩৫| পানি দূষণ, বায়ু দূষণ ও শব্দ দূষণের বিভিন্ন ক্ষতিকর প্রভাব সর্ম্পকে তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে আইন প্রয়োগ এবং প্রতিরোধ করা ও জনসচেতনতা সৃষ্টি করা।
৩৬| জেন্ডার সচেতনতা সহ বাল্য বিবাহ, বহু বিবাহ, যৌতুক ও নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা। হিজরা জনগোষ্ঠীকে জনবিচ্ছিন্ন চাঁদাবাজী এবং ভিক্ষাবৃত্তি থেকে সরিয়ে আয় রোজগারের কাজে সম্পৃক্ত করা।
৩৭| ক্রীড়া, সাংস্কৃতিক ও চিত্তবিনোদন মূলক কর্মসূচী গ্রহণ করা।
৩৮| বৃদ্ধ, নিঃস্ব ও দূর্বলদের কল্যানে পুনর্বাসন কর্মসূচী গ্রহণ করা।
৩৯| এই সংস্থার কর্মসূচী ব্যাপক প্রচার করার জন্য বই পুস্তিকা, সাময়িকী, স্মরনিকা, মুখপাত্র, দেয়ালিকা, পোষ্টার, ব্যানার, লিফলেট, স্টীকার ইত্যাদি প্রকাশ করা।
৪০| জাতীয় ও আন্তর্জাতিক দিবস যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা।
৪১| এই সংস্থা সেলাই কাটিং, বাটিক, কম্পিউটার, ড্রাইভিং, বাঁশ ও বেত, মাশরুম চাষ, মৎস্য চাষ, ডেইরী, পোল্ট্রি ইত্যাদি কারিগরি প্রশিক্ষণ প্রদান ও আত্ম-কর্মসংস্থানের ব্যবস্থা করা।
৪২| নিরাপদ সড়ক বাস্তবায়নে রিক্সা, অটোরিক্সা, মোটর সাইকেল চালক, টেক্সী, জীপ, প্রাইভেট কার, বাস, ট্রাক, কভারভ্যান, টেইলার ও সি এন জি চালিতগাড়ী চালকদের উন্নত কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা ও বেপোয়ারা মোটর সাইকেল চালকদের কে আইনী প্রক্রিয়ার মাধ্যমে সঠিক নিয়মে চলাচলের আওতায় আনতে বাধ্য করা।
৪৩| এই সংস্থা পুষ্টি, স্বাস্থ্য সুরক্ষায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচী বাস্তবায়নে সচেষ্ট থাকিবে।
৪৪| সমাজের অসহায়, দুঃস্থ, দরিদ্র্র ও দুর্দশাগ্রস্থ, বয়স্ক, বিধবা আবাসহীন জনগোর্ষ্টীকে আবাসনের ব্যবস্থা করণ এবং মানবাধিকার আদায়ে সহযোগিতা করা।
৪৫| স্বাস্থ্য ও চিকিৎসা বিনামূল্যে/কমমূল্যে সেবা প্রদান করা, কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে।
৪৬| সরকারের রাজস্ব ফাঁকিরোধে রেজিস্ট্রেশন বিহীন গাড়ি, ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকদের ও ফিটনেসবিহীন গাড়ীর অনুসন্ধান ও তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে মোবাইল কোর্ট গঠন করে আইনের আওতায় আনা। রাজস্ব প্রদানে জনগণের সহযোগীতায় যেমন গাড়ির টেক্সটোকেন, ড্রাইভিং লাইসেন্স গ্রহন, টেক্সেটোকেন নবায়ন ইত্যাদি বিভিন্ন জটিল সমস্যায় সহযোগীতা প্রদান করা।
৪৭| জলবায়ু পরির্বতনে সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে সকলের সম্পৃক্ততায় জনসচেতনতা সৃষ্টি ও উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা।
৪৮ |সর্বোপরি স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ মূলক প্রতিষ্ঠান সমূহের মধ্যে সমন্বয় সাধন করা এবং একটা সুখী ও সুন্দর সমাজ গঠন করাই এই সংস্থার মূখ্য উদ্দেশ্য।