বাংলাবন্ধু যাত্রী কল্যাণ সংস্থা
আমাদের সংস্থা BJKS”বাংলাবন্ধু”র সদস্য হলে আইন মোতাবেক যে কোন স্থানে যেমনঃ-চলাচলের ফুটপাত, রাস্তা- ঘাট, হাট, বাজার,শিক্ষা,স্বাস্থ্যসেবা, হাসপাতাল, পরিবেশ ,প্রশাসন,আইন,আদালতে যে কোনো পেশার মানুষকে বৈষম্যহীন সহাবস্থানে যে কোনো সমস্যায় আপদ-বিপদে ন্যায্য অধিকার পেতে সহযোগিতা পাবেন।
ভুমিকা : মানুষ পরোপকারী সামাজিক জীব। মানুষ মানুষের জন্য। যার ফলশ্রুতিতে মানুষ একে অপরের সুখ-দুঃখে পরস্পরের সাথী। যার জন্য মানুষ একতাবদ্ধ হয়ে গঠন করে সমাজ তথা দেশ ও জাতি। মানুষের স্বভাব সুলভ চারিত্রিক বৈশিষ্ট প্রয়োজনীয় সুযোগ ও পরিচর্যার অভাবে প্রায় সুপ্ত থাকে। তাই ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন প্রতিভাগুলোকে বৃহত্তর সমাজ জীবনে প্রতিফলিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই কেবল মানবিক মূল্যবোধ, প্রীতিস্নিগ্ধ গুনাবলী, অসীম সৃজনী প্রতিভা বিকশিত হইয়া থাকে। এই চিন্তা চেতনার বহিঃপ্রকাশ হইল সমিতি, সংস্থা বা সংগঠন। তাই কিছু সংখ্যক উদ্যাগী সমাজকর্মী একতাবদ্ধ হয়ে সমাজের অনগ্রসর বিপুল জনগোষ্ঠীর শিশু, যুবক, নারী, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী, নিঃস্ব, বৃদ্ধ ও দুর্বল, এতিম, ভবঘুরে, অশিক্ষিত, অদক্ষ ও বেকার জনগোষ্ঠীর উন্নয়ন এছাড়াও দূর্ঘটনায় আহতদের চিকিৎসা ও নিহতদের দাফন্ন সম্পন্ন করা সহ সীমাহীন সমস্যাগ্রস্থ মানুষের কল্যাণের লক্ষ্যে “বাংলাবন্ধু যাত্রী কল্যাণ সংস্থা “গঠন করা হয় ।
বিস্তারিত জানতে আরো পড়ুন..Notifications
How can I help you? :)